ভোলা: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, চাহিদা হলো উন্নয়নের মূলমন্ত্র। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের উন্নয়ন হলেই দেশের অর্থনীতির উন্নয়ন হবে।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে ভোলা সদরের উপ-শহর বাংলাবাজারে ‘স্বাধীনতা যাদুঘর’র ভিত্তি প্রস্তর স্থাপন শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দারিদ্র্য নিরসন, সুবিধা বঞ্চিতদের সহায়তা ও মানুষের মধ্যে বৈষম্য দূর করার লক্ষ্যে কাজ করছে সরকার।
এ সময় তিনি আরো বলেন, ২০২১ সালের আগে এদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
অর্থমন্ত্রী বলেন, দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে গেলেও কিছু লোক অসুবিধা সৃষ্টি করছে। তারা গুম, হত্যা, সন্ত্রাস করে অর্থনীতির বিভাজন সৃষ্টির করছে। যারা দেশের ভালো চায়, তাদের এ পথ থেকে দূরে সরে আসা উচিত।
অর্থমন্ত্রী আরো বলেন, ভোলার মানুষ প্রতি নিয়ত প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে। কিন্তু এ জেলায় রয়েছে নানা সম্ভাবনা। এ জেলার উন্নয়নে কোনো বাধা নেই।
জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবুল, আব্দুল লতিফ এমপি, বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান এম মোকাম্মেল হক।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় খালেদা জিয়া। দেশে হরতাল, অবরোধ দিয়ে কোমলমতী শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করছে। সারাদেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।
এ সময় তোফায়েল আহমেদ ভোলার উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, ভোলায় খুব শিগগিরই ২২৫ মেগাওয়ার্ট বিদ্যুৎ কেন্দ্র চালু হবে, এবং প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে আরো ২২৫ মেগাওয়ার্ট বিদ্যুৎ কেন্দ্র। নদী ভাঙন রোধকল্পে বেশ কিছু প্রকল্প ও নেদারল্যান্ড সরকারের প্রকল্প রয়েছে। ভেলুমিয়া ব্রিজ হলেই ভোলার সঙ্গে সারাদেশের যোগাযোগ আরো সহজ হবে। উন্নয়ন হলেই ভোলা হবে একটি অথনৈতিক সমৃদ্ধশালী জেলা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নকিব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাঈনুল ইসলাম বিপ্লব।
অনুষ্ঠানটি উপস্থপনা করেন বাংলাবাজার ফামেতা খানম কলেজের প্রভাষক অমিতাভ অপু ও জেলা ছাত্রলীগ সভাপতি আবিদুল আলম।
এদিকে, দুপুরের দিকে পানি সম্পদমন্ত্রী আনিছুল ইসলাম মাহমুদ বোরহানউদ্দিন ও দৌলতখানের পানি উন্নয়ন বোর্ডের চলমান বিভিন্ন কাজ ও শাহবাজপুর রক্ষা প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, পানি সম্পদ সচিব, বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী, পৌর মেয়র রফিকুল ইসলাম, দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান প্রমুখ।
পরিদর্শন শেষে পানি সম্পদমন্ত্রী বলেন, বিএনপি দেশে সন্ত্রাস চালাচ্ছে। তাই তাদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না। এ সময় তিনি ভোলার নদী ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫