সিলেট: সিএনজি ফিলিং স্টেশনগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শুক্রবার (০৬ মার্চ) দুপুরে সিলেট চেম্বার ভবন মিলনায়নে অনুষ্ঠিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
এসময় সিলেটের শিল্পখাতের উন্নয়ন প্রসঙ্গে চেম্বার নেতাদের সঙ্গে মত বিনিময় করছিলেন শিল্পমন্ত্রী।
তিনি বলেন, বাস মালিকরা স্বল্পমূল্যে গ্যাস নেন, কিন্তু ভাড়া কমান না। দেশের জনগণ সুফল ভোগ করবে না, এটা মেনে নেওয়া যায় না। তাই নতুন সিএনজি ফিলিং স্টেশনের অনুমোদন না দেওয়ার পাশাপাশি পুরনোগুলোও ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। সরকার এমন চিন্তাই করছে বলেও জানান তিনি।
আমু বলেন, গ্যাসের অপচয়ের কারণে এর মজুদ কমে আসছে। অপচয়রোধে সব ধরনের পাইপ লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া প্রয়োজন। বিদেশের মতো বাসা-বাড়িতে সিলিন্ডার দিয়ে গ্যাস ব্যবহার করলে অপচয় কমবে।
শিল্পমন্ত্রী বলেন, পর্যটন খাত নিয়ে সরকারের ইতিবাচক চিন্তা রয়েছে। তাই সিলেটসহ দেশের অন্যান্য পর্যটন অঞ্চলগুলোর উন্নয়নের পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে এ সংক্রান্ত চুক্তি করা হবে।
ফেঞ্চুগঞ্জে নির্মাণাধীন শাহজালাল সার কারখানা এ বছর জুন মাসে উদ্বোধন হওয়ার কথা রয়েছে। আগর ফ্যাক্টরিকে কেউ ইন্ডাস্ট্রিতে রূপান্তর করতে চাইলে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ইতোমধ্যে সার কারখানার ১১টি ইউনিটের কাজ শেষ হয়েছে। আরো ৮টি ইউনিটের শতকরা ৯৫ ভাগ কাজ প্রায় শেষ। নতুন কারখানা উদ্বোধনের পর পুরাতনটিকে অ্যামোনিয়া কারখানায় রূপান্তর করা হবে। এতে দেশে অ্যামোনিয়া আমদানি কমবে।
সিলেট চেম্বারের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফারুক আহমদ মিসবাহ, কয়লা আমদানি কারক গ্রুপের সভাপতি কলন্দর আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫