কুড়িগ্রাম: আলোচনা বা সংলাপ একটি গণতান্ত্রিক দলের সঙ্গে হয়ে থাকে। কিন্তু খালেদা জিয়া জঙ্গিবাদীদের নেত্রী।
শুক্রবার (০৬ মার্চ) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নতুন প্রশাসনিক ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, বিএনপি-জামায়াত দেশের স্বাধীনতায় বিশ্বাস করেনা। দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা বিদেশিদের ওপর নির্ভর করছে। তাদের সে আশাতেও বালি পড়েছে, কূটনীতিকরা সহিংসতা বন্ধ করতে তাদের চাপ প্রয়োগ করছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন- সাবেক শিক্ষা মন্ত্রী ও জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য রুহুল আমিন, সাবেক এমপি জাকির হোসেন ও জাফর আলীসহ স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫