ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্র মৈত্রীর নতুন কমিটি ঘোষণা শনিবার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
ছাত্র মৈত্রীর নতুন কমিটি ঘোষণা শনিবার

ঢাকা: বাংলাদেশ ছাত্র মৈত্রীর নতুন কেন্দ্রীয় কমিটির নেতাদের নাম ঘোষণা ও পরিচিতির লক্ষ্যে সাংবাদিক সম্মেলন শনিবার (০৭ মার্চ) অনুষ্ঠিত হবে।

শুক্রবার (০৬ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সম্মেলনের কথা জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে, সংগঠনটির ১৮তম জাতীয় সম্মেলন গত ০৩ থেকে ০৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের শেষ দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সারাদেশের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।