ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে জিহাদি বইসহ ১৩ শিবিরকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
রাজশাহীতে জিহাদি বইসহ ১৩ শিবিরকর্মী আটক

রাজশাহী: রাজশাহী মহানগরের ঘোষপাড়া মোড়ের রেটিনা কোচিং সেন্টার থেকে জিহাদি বইসহ ১৩ শিবিরকর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে তাদের আটক করা হলেও শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার ইফতে খায়ের আলম সাংবাদিকদের এ তথ্য জানান।



মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রেটিনা কোচিং সেন্টারে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ জিহাদি বইসহ ১৩ জনকে আটক করা হয়। শুক্রবার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি জাহিদুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা সবাই শিবিরের রাজনীতি করে বলে স্বীকার করেছেন। তবে তারা কে কোন পদে আছেন তা জানা যায়নি। তারা বিভিন্ন সময়ে সংগঠিত নাশকতার সঙ্গে জড়িত। পরবর্তীতে প্রয়োজন হলে তাদের রিমান্ডে আনা হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময় : ২১১৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।