ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় আহত যুবলীগ কর্মীকে ঢাকায় স্থানান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
বগুড়ায় আহত যুবলীগ কর্মীকে ঢাকায় স্থানান্তর ফাইল ফটো

বগুড়া: বগুড়া সদর উপজেলার সাবগ্রাম মোড়ে হামলায় গুরুতর আহত যুবলীগ কর্মী রাফিউল ইসলাম রাফিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (০৬ মার্চ) তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।



বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বাংলানিউজকে জানান, রাফির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বরত কর্মকর্তা ও বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, রাফি এখনও আশঙ্কামুক্ত নন। রাফির ওপর হামলাকারীদের গ্রেফতারে পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।