মিরসরাই (চট্টগ্রাম): জাতীয় নির্বাচনের জন্য আরও বছর অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
শুক্রবার (০৬ মার্চ) বিকেলে চট্টগ্রামের মিরসরাইয়ের সাহেরখালী উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও পুরস্কার বিতরণী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিকে নিয়ে বিএনপি জোট নেত্রী খালেদা জিয়া ক্ষমতায় যেতে হরতাল-অবরোধ দিয়ে মানুষকে পুড়িয়ে মারছেন।
‘পেট্রোলবোমার নাশকতা দিয়ে মানুষকে জিম্মি করে ক্ষমতায় যেতে চান। কিন্তু মানুষ এর কঠোর জবাব দিতে এরইমধ্যে রাস্তা নেমে গেছে,’—বলেন তিনি।
মন্ত্রী বলেন, গত নির্বাচনে অংশ না নিয়ে এখন নির্বাচনের দাবি করছেন খালেদা। কিন্তু এখন নির্বাচন কিংবা এ বিষয়ে কোনো আলোচনার সুযোগ নেই। নির্বাচনের জন্য আরও চার বছর অপেক্ষা করতে হবে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুল হক মিঞার সভাপতিত্বে চটগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইয়াসমিন শাহিন কাকলি, উপজেলা সমাজ সেবা অফিসার জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫