ঢাকা: ক্ষমতায় যাওয়ার জন্যই বিএনপি আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
শুক্রবার (০৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মুক্তিভবনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সভাপতি বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে আন্দোলন করছে। অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমতায় স্থায়ী হওয়ার জন্য যুদ্ধাপরাধীর বিচার নিয়ে তালবাহানা করছে।
বিএনপি জামায়াতের সঙ্গে জোট করে আন্দোলন করছে। অথচ এ আন্দোলনে দেশের খেটে খাওয়া দিনমজুর, কৃষক, গাড়িচালক, পথচারীরা নিহত হচ্ছেন উল্লেখ করে ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এই আন্দোলনে বিএনপি দেশের সাধারণ মানুষের সঙ্গে নিতে পারেননি।
আওয়ামী লীগও নির্বাচনে জনগণের আস্থা অর্জন করতে পারেননি বলেই ১৫৩ আসনে নির্বাচনের আগেই জয়ী হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, দুই দল এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি বলেন, বিএনপি জম্ম থেকেই লুটেরা দল হিসেবে পরিচিত আর আওয়ামী এখন লুটপাট করছে। তারা দেশের সাধারণ মানুষের কথা একটুও ভাবছে না।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ও দলের উপদেষ্টা মুনজুরুল আহসান খান, প্রেসিডিয়াম সদস্য শামসুজ্জামান সেলিম, ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, চাকসুর সাবেক ভিপি শামসুজ্জামান হীরা, অ্যাডভোকেট মাসুদা আক্তার লাইলী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৩২২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫