চাঁদপুর: চাঁদপুরে বিএনপি ও জামায়াত-শিবিরের ৪৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) রাত থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত চাঁদপুর শহর ও হাজীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে একজন জামায়াত নেতা ও তিনজন বিএনপি নেতাকর্মী রয়েছেন। বাকিরা শিবির কর্মী বলে জানা গেছে।
পুলিশ বাংলানিউজকে জানায়, শহরের চৌধুরী ঘাট এলাকায় জামায়াত-শিবির পরিচালিত একটি হোস্টেল থেকে জামায়াতের অংগ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রুহুল আমিনসহ ৪৪ জনকে আটক করা হয়। এছাড়া হাজীগঞ্জ পৌর সভার ওয়ার্ড কমিশনার নজরুল ইসলামসহ বিএনপির তিন নেতাকর্মী আটক করেছে পুলিশ।
হাজীগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আলমগীর কবির পাটোওয়ারী ও যুগ্ম আহ্বায়ক ইমামের বাসায়ও অভিযান চালানো হয়। তবে এসময় কাউকে আটক করা হয়নি।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জিজ্ঞাসাবাদ শেষে হোস্টেল থেকে আটককৃত ব্যক্তিদের মধ্যে যারা নিরপরাধ তাদের ছেড়ে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫