ঢাকা: চলমান হরতাল-অবরোধে নাশকতা মূলক কর্মকাণ্ডের অভিযোগে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার(৭ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ ১০ জনকে আটক করার তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মাসুদুর রহমান।
সকাল ১০টার দিকে তিনি জানান, হরতালকে এবং অবরোধকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় কিছু উশৃঙ্খল লোকজন নাশকতা মূলক কর্মকাণ্ড ঘটায় এবং ঘটানোর পরিকল্পনা করে। এমন পরিস্থিতিতে এ ১০জনকে আটক করা হয়েছে। আটককৃতরা বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। এদের মধ্যে ৯ জন বিএনপির এবং বাকী ১ জন শিবিরের।
তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫