ঠাকুরগাঁও: নাশকতার আশঙ্কায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের আট কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) রাত থেকে শনিবার (৭ মার্চ) ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার দুওসুও এলাকায় গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুওসুও ইউনিয়নে অভিযান চালিয়ে জামায়াত-শিবির কর্মী খতিবর, নজরুল ইসলাম, ইসাহাক আলী, খাসিরুল ইসলাম, সাদেকুল ও আব্দুল্লাহিল কাফিকে আটক করা হয়।
এদিকে, রানীশংকৈল উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির দুই কর্মীকে আটক করা হয়। তবে তাদের নাম জানা যায়নি।
রানীশংকৈল থানার ওসি সুকুমার মোহন্ত আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫