ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

উৎসাহ-উদ্দীপনায় খুলনায় উদযাপিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
উৎসাহ-উদ্দীপনায় খুলনায় উদযাপিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ

খুলনা: খুলনায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ  উদযাপিত হচ্ছে। দিবসটি উদযাপনে খুলনা মহানগর আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে।



কর্মসূচির মধ্যে শনিবার (০৭ মার্চ) সকাল সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

এতে উপস্থিত ছিলেন- খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, অ্যাডভোকেট খন্দকার মুজিবুর রহমান, অধ্যাপক ফকির আবু হোসেন প্রমুখ।  

নগরীর প্রতিটি ওয়ার্ড কার্যালয় ও ইউনিট অফিসে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হচ্ছে।

এ ছাড়া সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন- মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক, এমপি ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ মিজানুর রহমান মিজান, এমপি।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।