ঢাকা: সংকট সমাধানে মধ্যবর্তী নির্বাচন দরকার কি-না সে প্রশ্নে ‘গণভোট’ চান বিশিষ্ট আইনজ্ঞ ব্যারিস্টার রফিক-উল হক।
শনিবার (৭ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ২০ দলীয় জোট সমর্থক বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত সহিংসতা বন্ধের দাবিতে এক সমাবেশে তিনি এ দাবি করেন।
রফিক-উল হক বলেন, ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে কথা উঠেছে। কেউ মধ্যবর্তী নির্বাচন চায়। আবার সরকার বলছে, ২০১৯ সালের আগে নির্বাচন নয়। এখন সংকট সমাধানে মধ্যবর্তী নির্বাচন হবে কি হবে না সে প্রশ্নে গণভোট দরকার। তাহলে সংকটের সমাধান হতে পারে।
পেশাজীবীদের এ সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। উপস্থিত ছিলেন ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা. আজিজুল ইসলাম, সাংবাদিক নেতা শওকত মাহমুদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫