ঢাকা: মতিঝিল এজিবি কলোনীতে যুবলীগের মিছিল লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনার পর ককটেল নিক্ষেপকারী সন্দেহে বাছেদ (৩৮) নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে যুবলীগ কর্মীরা।
শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে। মিছিলকারীরা ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষ্যে বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে যাচ্ছিলো। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আহত বাছেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা মতিঝিল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই )মাসুদ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আহত বাছেদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫