ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ডা. বি. চৌধুরীর নতুন প্রেসক্রিপশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
ডা. বি. চৌধুরীর নতুন প্রেসক্রিপশন ছবি : শাকিল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাষ্ট্রপতির নেতৃত্বে জাতীয় সরকারে একমত সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

শনিবার (৭ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপিপন্থী বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত সব ধরনের সহিংসতা বন্ধের দাবিতে এক পেশাজীবী সমাবেশে তিনি এ ঐকমত্য প্রকাশ করেন।



সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বি. চৌধুরী বলেন, পত্রিকায় দেখলাম, রাষ্ট্রপতির অধীনে জাতীয় সরকারের একটি প্রস্তাব বিদেশিরা দিয়েছেন। বিরোধী দলগুলো (খালেদা জিয়া) এ প্রস্তাবে সায় দিয়েছেন। আর এ প্রস্তাব এখন প্রধানমন্ত্রীর দফতরে আটকে আছে।

এ বিষয়ে পরামর্শ দিয়ে ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, এখন প্রশ্ন হচ্ছে, এ সরকারকে গণতান্ত্রিক করতে হলে নির্বাচিত এমপিদের সমন্বয়ে করতে হবে। কিন্তু ৫ জানুয়ারির নির্বাচন বৈধ না। তাই আগের নির্বাচিত সরকারের এমপিদের সমন্বয়ে এ সরকার গঠন করতে হবে।
 
তিনি বলেন, এ সরকারে যারা থাকবেন তারা পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন না। আর এ সরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন এবং ৩ থেকে ৬ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে।

এছাড়া বিরোধী দলের হাতে সংস্থাপন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচনে সব দলকে অংশগ্রহণের সুযোগ দেওয়ারও দাবি জানান বি. চৌধুরী।
 
তিনি পেশাজীবীদের উদ্দেশ্যে করে বলেন, আন্দোলন ছাড় দেবেন না। যদি ছেড়ে দেন তাহলে মুশকিল আছে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট আইনজ্ঞ ব্যারিস্টার রফিক-উল হক বলেন, ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে কথা উঠেছে। একপক্ষ দ্রুত নির্বাচনের দাবি করেছেন। আবার সরকার বলছে, ২০১৯ সালের আগে নির্বাচন নয়। তাই নির্বাচন হবে কি না সে বিষয়ে জনমত যাচাই করতে রেফারেন্ডাম(গণভোট) আয়োজন করতে হবে।

পেশাজীবীদের এ সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী। উপস্থিত ছিলেন ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা. আজিজুল ইসলাম, সাংবাদিক নেতা শওকত মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

** গণভোট চান ব্যারিস্টার রফিক-উল হক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।