ঢাকা: যুদ্ধাপরাধের বিচারে নেতাদের ফাঁসি আদেশ হওয়ায় জামায়াত-শিবির পাগলা কুকুরের মতো আচরণ করছে। তারা স্বাধীনতার স্বপক্ষের যে কোনো শক্তির উপর নির্মমভাবে আঘাত করছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহের উপর কুমিল্লায় হামলা চালানোর প্রতিবাদে যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে দলটির ঢাকা মহানগর কমিটি ও ঢাকা মহানগর ইসলামী ছাত্রসেনা।
ঢাকা মহানগর ইসলামী ছাত্রসেনার সভাপতি এম আবু সাইয়িদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের যুগ্ম মহাসচিব আল্লামা মোশাররফ হোসেন, ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় কমিটি সভাপতি এম মনির হোসাইন, সাধারণ সম্পাদক এম নঈম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
আল্লামা মোশাররফ হোসেন বলেন, জামায়াত-শিবির নামের এই দেশ বিরোধীদের কোনো ক্ষমা নেই। তাদের দেশ থেকে বিতাড়িত করতে হবে।
তিনি বলেন, শীর্ষ নেতৃবৃন্দের ফাঁসি হওয়ায় তারা এখন পাগলা কুকুরের মতো আচরণ করছে। আর পাগলা কুকুরকে নিয়ে নিরাপদে বাস করা যায় না। তাই এদের কোনো রক্ষা নেই। এদের দেশ থেকে তাড়িয়ে দিতে হবে।
তিনি এ সময় আগামী ৭ দিনের মধ্যে দলের চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ উপর হামলাকারীদের গ্রেফতাদের দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তিনি।
বক্তারা বলেন, জামায়াত-শিবির শুরু থেকেই দেশ বিরোধী শক্তি হিসেবে পরিচিত। তারা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপির সঙ্গে তারা আন্দোলনের নামে জঙ্গি তৎপরতা চালাচ্ছে। তাই এখনই সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫