ঢাকা: গুলশান থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার দশ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে অন্য একটি মামলায় ১০ দিনের রিমান্ডে ছিলেন মান্না।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল হকের আদালতে দুপুর তিনটার পরে রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে এ রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে।
গত ৫ মার্চ সন্ধ্যায় গুলশান থানার অপারেশন অফিসার উপ-পরিদর্শক (এসআই) এসআই শেখ সোহেল রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে মান্না-খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমতি চায় পুলিশ। ৪ মার্চ অনুমোদনের পরদিন মামলাটি দায়ের করা হয়।
মান্না-খোকা ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় ২৩ ফেব্রুয়ারি দিনগত রাতে মাহমুদুর রহমান মান্নাকে আটক করা হয় বলে দাবি করেন তার পরিবারের সদস্যরা। তবে ওই সময় পুলিশ বিষয়টি অস্বীকার করে।
পরে ২৫ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সেনা বিদ্রোহে উস্কানি দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় আগের দিন ২৪ ফেব্রুয়ারি রাতে ধানমণ্ডি থেকে মান্নাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এরপর এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় মহানগর গোয়েন্দা পুলিশ। ১০ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। ওইদিন থেকে রিমান্ডে ছিলেন মান্না।
এ দুই মামলা ছাড়াও মান্নার বিরুদ্ধে বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন গুলশান থানার অপারেশন অফিসার উপ-পরিদর্শক (এসআই) এসআই শেখ সোহেল রানা শেখ সোহেল রানা।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫
** মান্নার বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড আবেদন