ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার সঙ্গে সমঝোতা মানে গণতন্ত্রের মৃত্যুদণ্ডে দস্তখত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
খালেদার সঙ্গে সমঝোতা মানে গণতন্ত্রের মৃত্যুদণ্ডে দস্তখত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু / ছবি : নাজমুল হাসান- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খালেদার সঙ্গে সমঝোতা মানে গণতন্ত্রের মৃত্যুদণ্ডে দস্তখত বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার (০৭ মার্চ) সকাল ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



ঐতিহাসিক ০৭ মার্চ  উপলক্ষে ‘অহিংস অসহযোগ আন্দোলনের স্বরূপ ও চলমান জঙ্গিবাদী সন্ত্রাসের রাজনৈতিক মূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিযদ।

০৭ মার্চ ও বঙ্গবন্ধুকে অস্বীকারকারীরা ‘বাংলাদেশের রাজাকার’ আখ্যায়িত করে তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ০৭ মার্চ ও বঙ্গবন্ধুকে অস্বীকার করেছিলেন। তারই ধারাবাহিকতায় খালেদা জিয়াও অস্বীকার করছেন।

০৭ মার্চ ও বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করে, তারা বাংলাদেশের স্বাধীনতা ও ইতিহাসের শত্রু বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ০৭ মার্চ অস্বীকারকারী ও আগুন সন্ত্রাসের নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সমঝোতা হলে, তা হবে মানুষ পোড়ানোর লাইসেন্স দেওয়া।

চলমান রাজনৈতিক সঙ্কটকে যারা দুই নেত্রীর দ্বন্দ্ব বলে মন্তব্য করেন, তাদের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, এটা দুই নেত্রীর ক্ষমতার দ্বন্দ্ব নয়, এ লড়াই বাংলাদেশে গণতন্ত্র থাকবে, কী থাকবে না তার লড়াই। এ লড়াই বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়ষন্ত্র থেকে বাঁচানোর লড়াই।

এ লড়াইয়ে পরাজিত হলে বিএনপি-জামায়াত ইতিহাসকে পুড়িয়ে দেবে ও গণতন্ত্রকে হত্যা করবে বলেও তিনি মত প্রকাশ করেন।

তথ্যমন্ত্রী বলেন, জনগণ এখন বিএনপি-জামায়াতের সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। আর এ ঐক্যবদ্ধ জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি-জামায়াতকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সংগঠনের স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক হারুন হাবিব, জাসদের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫/আপডেট- ১৬১৬ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।