ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় ট্রাক ও অটোরিকশায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
বগুড়ায় ট্রাক ও অটোরিকশায় আগুন ফাইল ফটো

বগুড়া: জেলা সদরের মহাস্থান ফিলিং স্টেশন এলাকায় কয়লাবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। তবে এতে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।



শনিবার ( ৭ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জুলহাজ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কয়লাবাহী ট্রাক (বগুড়া-ট-১১-১৫৭৬) এবং অটোরিকশায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় আবরোধ সমর্থকরা। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়।

এ ঘটনায়  কেউ গ্রেফতার হয়নি।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।