বগুড়া: জেলা সদরের মহাস্থান ফিলিং স্টেশন এলাকায় কয়লাবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। তবে এতে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
শনিবার ( ৭ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জুলহাজ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কয়লাবাহী ট্রাক (বগুড়া-ট-১১-১৫৭৬) এবং অটোরিকশায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় আবরোধ সমর্থকরা। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়।
এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫