ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

৭ মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর ভাষণে মুখর সিলেট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
৭ মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর ভাষণে মুখর সিলেট ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: অলিগলিতে মাইকের শব্দ, দেশাত্মবোধক গান আবার কখনও শোনা যাচ্ছে বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক ভাষণ।

 ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বিখ্যাত বলিষ্ঠ উচ্চারণে মুখরিত গোটা সিলেট নগরী।



বাঙালি জাতীয় জীবনের সেই অবিস্মরণীয় দিনটি স্মরণ করতে শিক্ষাঙ্গনে, পাড়া-মহল্লায় ও সামাজিক সংগঠনগুলো থেকে মাইকে ভেসে আসছে বঙ্গবন্ধুর ১৯ মিনিটের ঐতিহাসিক সেই ভাষণ। যেন পুরো নগরীই একটা রেসকোর্স ময়দান।

দিনটি যথাযথভাবে পালনের জন্য সিলেটে প্রতিবারের ন্যায় এবারও কর্মসূচি হাতে নিয়েছে রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

দিনটি উপলক্ষে সকালে লাঠি ও লাল পতাকা হাতে ৠালি বের করে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট ইউনিট। ৠালিটি নগরীর জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্ট ঘুরে চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, দিবসটি উপলক্ষ্যে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিকেল ৩ টায় কোর্ট পয়েন্টে জনসভার আয়োজন করা হয়েছে।

প্রতিটি পাড়া-মহল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দিবসটি গরুত্বের সাথে পালন করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।