মাগুরা: ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে দীর্ঘ ১১ বছর পর রোববার(৮ মার্চ) মাগুরা জেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। স্থানীয় নোমানী ময়দানে অনুষ্ঠিতব্য সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদ পাওয়ার আশায় জেলা নেতারা কেন্দ্রীয় নেতাদের সমর্থন নিজেদের পক্ষে আনতে সক্রিয় রয়েছেন। চলছে প্রচার-প্রচারণা। কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে শহরে তৈরি করা হয়েছে অর্ধশতাধিক তোরণ। এছাড়া ব্যানার ফেস্টুন, আলোকসজ্জায় শহর সাজানো হয়েছে।
জেলা আওয়ামী লীগ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৪ সালের ১৯ জুন মাগুরা জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তৎকালীন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল জলিল উপস্থিত থেকে সেই সম্মেলনে আলতাফ হোসেনকে সভাপতি ও প্রফেসর ডা. সিরাজুল আকবর এমপিকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।
২০০৭ সালে ওই কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও পরবর্তীতে আর সম্মেলন হয়নি।
২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি সভাপতি আলতাফ হোসেন মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সিনিয়র সহ-সভাপতি তানজেল হোসেন খান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।
এবার সম্মেলনে জেলার একটি পৌরসভা ও চার উপজেলা মিলিয়ে মোট ১২৫ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে। এছাড়া সম্মেলন উপলক্ষে ৩০ হাজার মানুষের খাবারের আয়োজন চলছে।
সম্মেলনে সভাপতি পদের জন্য বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খান, জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক প্রফেসর ডা. এস এস আকবর এমপি, সহ-সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার এমপির নাম শোনা যাচ্ছে।
সাধারণ সম্পাদক পদে সম্ভব্য প্রার্থীরা হচ্ছেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পঙ্কজ কুমার কুণ্ডু, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু নাসির বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মওলা, বর্তমান সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু।
সাংঠনিক সম্পাদক পদে সাবেক সভাপতি মরহুম আলতাফ হোসেনের ছেলে খুরশিদ হায়দার টুটুল, আনিছুর রহমান খোকন, সাখারুল ইসলাম সাকিলসহ কয়েক জনের নাম শোনা যাচ্ছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি’র উপস্থিত থাকার কথা রয়েছে। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন শিকদার এমপি, মন্নুজান সুফিয়ান এমপি, কামরুল লায়লা জলি এমপি প্রমুখ উপস্থিত থাকবেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খান ৮ মার্চ সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়ে বলেন, মাগুরায় আওয়ামী লীগের মধ্যে তেমন কোনো বিভক্তি নেই। তবে, বড় দল হিসেবে নেতৃত্বের প্রতিযোগিতা অবশ্যই রয়েছে।
শান্তিপূর্ণভাবেই আমরা কমিটি গঠনসহ দলীয় সম্মেলনের সব কার্যক্রম সম্পন্ন করতে পারব বলে আশা করছি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. এম এস আকবর বাংলানিউজকে বলেন- এ সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত উৎসবের আমেজ তৈরি হয়েছে। এবারের সম্মেলনে জেলার বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে ৩০ হাজার নেতাকর্মী সম্মেলনে যোগদান করবে বলে আশা করেন তিনি।
এ সম্মেলনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের ভিত আরো মজবুত হবে। এর মাধ্যমে ২০ দলের জঙ্গি কর্মকাণ্ডের বিরুদ্ধে মাগুরার মানুষের অবস্থান আরো সুদৃঢ় হবে।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫