ঢাকা: রাজধানীতে আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে পৃথক স্থানে ককটেল বিস্ফোরণে ১০ জন আহত হয়েছেন।
শনিবার (০৭ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিনগর এলাকায় আওয়ামী লীগের মিছিল লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল হামলা চালালে এসময় ৫ জন কর্মী আহত হন। এছাড়া শিক্ষা ভবনের সামনেও আওয়ামী লীগের মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় আরো ৪ জন কর্মী আহত হন।
অন্যদিকে কারওয়ান বাজার আন্ডার পাসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক রিকশা চালক আহত হন।
এর আগে বনানী ১৮ নম্বর রোডে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় দুইজনকে আটক ২ পুলিশ। এদিকে শিক্ষা ভবনের সামনে ককটেল ফাটিয়ে যাওয়ার সময় মিছিলকারীরা একজনকে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে যোগ দিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ১৪ দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার সময় এসব ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫/আপডেট ১৬২৩ ঘণ্টা
** কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ককটেল বিস্ফোরণ