ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

একটি গোষ্ঠী দেশকে দরিদ্র করতে চায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
একটি গোষ্ঠী দেশকে দরিদ্র করতে চায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, একটি গোষ্ঠী সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশে অরাজকতা সৃষ্টি করে দরিদ্র রাষ্ট্রে পরিণত করতে চায়।

শনিবার (৭ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত জেলা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির ২৭তম বার্ষিক সাধারণ সভার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় দেশে যে অরাজকতা হয়েছিল বর্তমানে একটি গোষ্ঠী তার চেয়েও বেশি অরাজকতার সৃষ্টি করেছে। সরকার জনগণের নিরাপত্তায় যা কিছু করা প্রয়োজন তা করছে।

দেশকে নৈরাজ্যমুক্ত করতে তিনি সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

কিশোরগঞ্জে তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, এ জেলার উন্নয়নে যা কিছু প্রয়োজন তাই করা হবে।

কিশোরগঞ্জ চেম্বার অব কর্মাসের সভাপতি মো. বাদল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মেদ তৌফিক, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ট্রেড) মো. আবদুল মান্নান, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমেদ, এফবিসিসিআই কেন্দ্রীয় সাবেক পরিচালক কামাল উদ্দিন আহম্মেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।