ঢাকা: হাজারীবাগ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সুমনের পিতা মো. মোছলেমকে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
শনিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় অভিযোগ করে বলেন, শুক্রবার সকালে পুলিশ ছাত্রদল নেতার বাসায় অভিযান চালায় কিন্তু তাকে না পেয়ে তার নিরীহ বাবাকে গ্রেফতার করে এবং পরিবারের সবার সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করে।
নেতৃদ্বয় পুলিশের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা এখন শুধু ছাত্রদল নেতা কর্মীদের গুম, খুন, গ্রেফতার ও নির্যাতন করেই ক্ষান্ত হচ্ছে না বরং নেতা-কর্মীদের বাবা-মা, আত্মীয়,স্বজন এমনকি সাধারণ জনসাধারণকেও নির্বিচারে গ্রেফতার করে অর্থ আদায়ে ব্যস্ত হয়ে পড়েছে। অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর কথিত দায়মুক্তির ঘোষণায় তারা বেপরোয়া আচরণ শুরু করেছে। অবৈধ সরকারের অধীন পুলিশের এমন বিপদজনক আচরণ একটা কল্যাণকর ও গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য বড় হুমকি বলে তারা উল্লেখ করেন ।
আইন শৃঙ্খলা বাহিনীকে এ ধরণের ঘৃণিত আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে নেতৃদ্বয় বলেন, কোনো অবস্থাতেই চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে ছাত্রদল নেতা-কর্মীদের বিমুখ করা যাবে না। পাশাপাশি অবিলম্বে তারা ছাত্রদল নেতা সুমনের বাবার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫