ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আল মেহেদী তালুকদার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ওমর ফারুক কাওছারকে রিমান্ডে নেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
শুক্রবার শাহবাগ ও চকবাজার থানায় দায়ের করা দু‘টি মামলায় আল মেহেদী তালুকদারকে ৩দিন এবং সূত্রাপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় ওমর ফারুক কাওছারের বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
শনিবার ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের রিমান্ডে নেওয়া আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। পুলিশ অবৈধ সরকারের হাতের পুতুল হিসেবে ব্যবহার হচ্ছে। তারা হুঁশিয়ার করে দিয়ে বলেন, রিমান্ডের নামে তাদের ওপর কোন প্রকার আঘাত করা হলে এর পরিণাম শুভ হবে না।
অবিলম্বে ছাত্রদল নেতাদের নামে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন ছাত্রদল নেতৃদ্বয়।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫