ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

আ’লীগের মিছিলে ককটেল, আহত অন্তত ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
আ’লীগের মিছিলে ককটেল, আহত অন্তত ৮ ছবি: রাজিব - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর প্রেসক্লাব সংলগ্ন শিক্ষা ভবনের সামনে আওয়ামী লীগের ৭ মার্চের কর্মসূচির মিছিলে ককটেল হামলায় কমপক্ষে আট জন আহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) বিকেল ৪ টার পর এ ঘটনা ঘটে।



আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে যাওয়ার পথে শিক্ষা ভবনের সামনে এসে পৌঁছতেই কয়েকটি ককটেল বিস্ফোরিত হয় বলে জানান, আহতদের একজন।    

আহতরা হলেন নাজমুল (৪০), আবু তাহের (৪৫), আলকাস (৫০), আব্দুস সালাম (৫০), মো. স্বপন (২৪), লিখন (১৮), মো. সেলিম হোসেন (৫২) এবং আলফাজ উদ্দিন (৪০)।

আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অধিকাংশই রামপুরা আওয়ামী লীগ ও  স্বেচ্ছাসেবক লীগ কর্মী।

ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।