ঢাকা: রাজধানীর প্রেসক্লাব সংলগ্ন শিক্ষা ভবনের সামনে আওয়ামী লীগের ৭ মার্চের কর্মসূচির মিছিলে ককটেল হামলায় কমপক্ষে আট জন আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) বিকেল ৪ টার পর এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে যাওয়ার পথে শিক্ষা ভবনের সামনে এসে পৌঁছতেই কয়েকটি ককটেল বিস্ফোরিত হয় বলে জানান, আহতদের একজন।
আহতরা হলেন নাজমুল (৪০), আবু তাহের (৪৫), আলকাস (৫০), আব্দুস সালাম (৫০), মো. স্বপন (২৪), লিখন (১৮), মো. সেলিম হোসেন (৫২) এবং আলফাজ উদ্দিন (৪০)।
আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অধিকাংশই রামপুরা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মী।
ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫