ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে বিএনপির মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
ময়মনসিংহে বিএনপির মিছিল-সমাবেশ

ময়মনসিংহ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ারে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি।

 সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।



শনিবার (০৭ মার্চ) দুপুরে ময়মনসিংহ শহরে এ মিছিল ও সমাবেশ করেন তারা।

সমাবেশে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ভোটারবিহীন সরকার এদিকে ভ্রুক্ষেপ না করে গণতন্ত্রকে চক্রান্তের বেড়াজালে ঠেলে দিচ্ছে। খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি করে গণমানুষের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।

দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ  সম্পাদক শাহ শিব্বির আহাম্মদ বুলু, দক্ষিণ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল কবির মো. মামুন প্রমুখ।

এদিকে, শনিবার দুপুরে শহরের আঠারবাড়ি বিল্ডিং এলাকায় উত্তর জেলা যুবদল সভাপতি কামরুজ্জামান লিটনের নেতৃত্বে একই ইস্যুতে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় সহ-সভাপতি জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়েদ তালুকদার, ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান জুয়েল, যুবদল নেতা ওয়াহিদুজ্জামান, অধ্যাপক সুশান্ত কুমার তপন প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময় ১৮৩০ ঘন্টা মার্চ ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।