ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

চারঘাটে শিবিরের ২ নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
চারঘাটে শিবিরের ২ নেতা আটক

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী এলাকায় সরকারবিরোধী লিফলেট বিতরণের সময় শিবিরের দুই নেতাকে আটক করেছে পুলিশ।   এরা হলেন- রাজশাহী জেলা পূর্ব শিবিরের সভাপতি আবদুল্লাহ হেল কাফী ও তাহেরপুর পৌর শিবিরের সভাপতি বাবলু রহমান।

তাদের ২জনের বাড়িই বাগমারা উপজেলায়।

শনিবার (০৭ মার্চ) বিকেল ৬টার দিকে তাদের আটক করা হয়।

চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নন্দনগাছী এলাকায় সরকারবিরোধী লিফলেট বিতরণের সময় পুলিশ তাদের আটক করে।

তারা ওই এলাকায় শিবিরের কার্যক্রমকে গতিশীল করতে তৎপরতা চালাচ্ছিল বলে তিনি জানান।

বালাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।