রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী এলাকায় সরকারবিরোধী লিফলেট বিতরণের সময় শিবিরের দুই নেতাকে আটক করেছে পুলিশ। এরা হলেন- রাজশাহী জেলা পূর্ব শিবিরের সভাপতি আবদুল্লাহ হেল কাফী ও তাহেরপুর পৌর শিবিরের সভাপতি বাবলু রহমান।
শনিবার (০৭ মার্চ) বিকেল ৬টার দিকে তাদের আটক করা হয়।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নন্দনগাছী এলাকায় সরকারবিরোধী লিফলেট বিতরণের সময় পুলিশ তাদের আটক করে।
তারা ওই এলাকায় শিবিরের কার্যক্রমকে গতিশীল করতে তৎপরতা চালাচ্ছিল বলে তিনি জানান।
বালাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫