নীলফামারী: হরতাল-অবরোধে নাশকতার সৃষ্টির আশঙ্কায় নীলফামারীর জলঢাকা উপজেলায় ফজলে রাব্বী (২৬) নামে শিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের গুদরিপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রাব্বী গুদরিপট্টি গ্রামের আবুল কালামের ছেলে।
বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির।
রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫