সিলেট: নাশকতাকারী বিএনপি-জামায়াতের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার ও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন সিলেটের আওয়ামী লীগ নেতারা।
শনিবার (৭মার্চ) বিকেল সাড়ে ৩টায় নগরীর কোর্ট পয়েন্টে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তারা এসব কথা বলেন।
এ সময় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ মার্চের চেতনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে সকলকে কাজ করে যেতে হবে।
সিলেট মহানগর আওয়মী লীগ সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন কামরানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয়। পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।
এছাড়া জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা জনসভায় বক্তব্য রাখেন।
এর আগে জেলা ও মহানগর আওয়ালী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে আলোচনা সভায় যোগ দেন।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫