ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে ককটেলে বিস্ফোরণে আবেদ আলী (৫৬) নামে এক ভাঙারি ব্যবসায়ী গুরুতরভাবে আহত হয়েছেন। ককটেলের স্প্লিন্টারের আঘাতে এ সময় তার পেট ফুটো হয়ে নাড়ি বের হয়ে আসে।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক জানান, সন্ধ্যা ৭টার দিকে আবেদ আলী মোহাম্মদপুরের কৃষি মার্কেটের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ ককটেলটি বিস্ফোরিত কিছু স্প্লিন্টার তার পেটে বিদ্ধ হয়। এ সময় তার নাড়ীর কিছু অংশ বের হয়ে আসে। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
আবেদ আলী কৃষি মার্কেট এলাকায় ভাঙারি ব্যবসা করেন।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫