খুলনা: জামায়াতের খুলনা জেলা (উত্তর) সেক্রেটারি মিজানুর রহমানকে আটকের প্রতিবাদে রোববার (৮ মার্চ) হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দল।
শনিবার (৭ মার্চ) বিকেল ৫টা ১০ মিনিটে নগরীর শিরোমনি এলাকা থেকে তাকে আটক করে খানজাহান আলী থানা পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে এ তথ্য জানান।
খুলনা মহানগর বিএনপি সহ দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল বাংলানিউজকে জানান, রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত খুলনা জেলা ও মহানগরে ২৪ ঘন্টা হরতাল পালিত হবে।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫