ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বিভিন্ন জেলায় ৭ মার্চ উদযাপিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
বিভিন্ন জেলায় ৭ মার্চ উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যথাযোগ্য মর্যাদা, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ।

দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা  কর্মসূচি পালন করে।



বাংলানিউজের বিভিন্ন ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

দিনাজপুর: বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। পরে সদর উপজেলা আওয়ামী লীগসহ সব অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয়।

পরে দুপুরে বাসুনিয়াপট্টির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বান্দরবান: বিকেল ৫টায় শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বান্দরবান জেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে মিছিল সহকারে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আলোচনা সভায় যোগ দেয়।

বরিশাল: সকাল সাড়ে ৮টায় নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন।

এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করা হয়। এছাড়া বিভিন্ন এলাকায় বঙ্গবন্ধুর ভাষণ প্রচার এবং মসজিদ-মন্দিরসহ উপাসনালয়ে দোয়া-প্রার্থনার আয়োজন করা হয়।

গোপালগঞ্জ: সকাল ৭টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

পরে সকাল ১০টায় টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে উপজেলা আওয়ামী লীগ, টুঙ্গীপাড়া উপজেলা পরিষদ, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তক অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে করা হয়।

পরে শেখ মুজিবুর রহমান সরকারি ডিগ্রি কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও  কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কুড়িগ্রাম: বেলা সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পরে জেলা কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালী: জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে গণজমায়েত, আলোচনা সভা ও মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিকেলে চৌমুহনী পাবলিক হল মিলনায়তনে বেগমগঞ্জ উপজেলার ও চৌমুহনী পৌর আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

আলোচনা সভা শেষে সন্ধ্যায় নেতাকর্মীদের অংশগ্রহণে পাবলিক হল গেট থেকে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

লক্ষ্মীপুর: দুপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের তমিজ উদ্দিন মার্কেটে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা ও বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

মেহেরপুর: বিকেলে মেহেরপুর সরকারি কলেজ চত্বর থেকে জেলা ছাত্রলীগ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় করে ছাত্রলীগ।

শেরপুর: সকালে থানার মোড়ে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিকসহ স্থানীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।