নোয়াখালী: ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও রোববার থেকে শুরু ৭২ ঘণ্টার হরতালের সমর্থনে নোয়াখালীর বেগমগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ মার্চ) সন্ধ্যা ৬টায় উপজেলার চৌমুহনী বাজারে বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
চৌমুহনীর কাছারি বাড়ি জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে চৌমুহনী পূর্ব বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্বে ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল মমিন, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, কফিল উদ্দিন সুফল, জহির উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫