ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

রূপসী বাংলা হোটেলের ভেতরে ককটেল বিস্ফোরণ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
রূপসী বাংলা হোটেলের ভেতরে ককটেল বিস্ফোরণ ছবি: ফাইল ফটো

ঢাকা: রাজধানীর রূপসী বাংলা হোটেলের ভেতরে পর পর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সোহাগ (২৫) ও তাপস (৩০) নামে দুইজন গুরুতর আহত হয়েছেন।



প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টা ১০টা মিনিটের দিকে তারা হোটেলের ভেতরে বিকট শব্দ শুনতে পান। ভেতরে গিয়ে তারা সোহাগ ও তাপসকে পড়ে থাকতে দেখেন।

আহতদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।