ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নতুন করে ৭২ ঘণ্টা হরতাল ডাকার পর রাজধানীর মিরপুর-১৪ নম্বরের পুলিশ স্টাফ কলেজের সামনে ট্রাস্ট পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৭৪৬৪) একটি যাত্রীবাসে আগুন দিয়েছে হরতাল-অবরোধকারীরা।
শনিবার (০৭ মার্চ) রাত ৯টা ৪০ মিনিটে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ওই বাসে থাকা যাত্রী মো. আবদুর রশিদ বাংলানিউজকে বলেন, যাত্রীবেশে বাসে ওঠেন একজন ব্যক্তি। বাসটি মিরপুর-১০ পার করে ১৪ নম্বরের দিকে যাওয়ার সময় তিনি বাসে আগুন লাগিয়ে নিজেই ‘আগুন-আগুন’ চিৎকার করে নেমে পড়েন। এরপর ওই ব্যক্তিকে ধাওয়া করে ধরার চেষ্টা করা হলেও পুলিশ স্টাফ কলেজের সামনে থাকা তার সহযোগীরা তাকে নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।
কাফরুল থানার সাব-ইনেসপেক্টর মো. মুনির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং বাসের অাগুন নেভায়।
বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫