বগুড়া: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে বগুড়া জেলা আওয়ামী লীগ।
শনিবার (৭ মার্চ) সকাল ৭টায় শহরের সাতমাথার টেম্পল রোডে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে কর্মসূচি শুরু করে জেলা আওয়ামী লীগ।
দুপুরে দলীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, ডা. মকবুল হোসেন, অ্যাডভোকেট আব্দুল মতিন, টি জামান নিকেতা, অধ্যাপক রফিকুল ইসলাম, আসাদুর রহমান দুলু, জাকির হোসেন নবাব, আলমগীর বাদশা, মঞ্জুরুল হক মঞ্জু, সাজেদুর রহমান শাহীন, সুলতান মাহমুদ খান রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সভার বক্তৃতায় মমতাজ উদ্দিন বলেন, ঐতিহাসিক ৭ মার্চ বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন।
বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫