ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

৭ মার্চ

বগুড়া আ’লীগের দিনব্যাপী কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
বগুড়া আ’লীগের দিনব্যাপী কর্মসূচি বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে বগুড়া জেলা আওয়ামী লীগ।

শনিবার (৭ মার্চ) সকাল ৭টায় শহরের সাতমাথার টেম্পল রোডে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে কর্মসূচি শুরু করে জেলা আওয়ামী লীগ।

এরপর বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে দলটি।

দুপুরে দলীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, ডা. মকবুল হোসেন, অ্যাডভোকেট আব্দুল মতিন, টি জামান নিকেতা, অধ্যাপক রফিকুল ইসলাম, আসাদুর রহমান দুলু, জাকির হোসেন নবাব, আলমগীর বাদশা, মঞ্জুরুল হক মঞ্জু, সাজেদুর রহমান শাহীন, সুলতান মাহমুদ খান রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সভার বক্তৃতায় মমতাজ উদ্দিন বলেন, ঐতিহাসিক ৭ মার্চ বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন।
 
বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।