ঢাকা: বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০দলীয় জোটের হরতাল-অবরোধের প্রতিবাদে তিনদিনে দেশের ১২টি জেলায় পদযাত্রা ও জনসভা করবে কেন্দ্রীয় ১৪ দল। ৯, ১০ ও ১১ মার্চ বিভিন্ন টিমে ওই ১২ জেলায় পদযাত্রা ও জনসভা করবে তারা।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ নম্বর টিম: ৯ মার্চ সোমবার সিরাজগঞ্জ, ১০ মার্চ মঙ্গলবার বগুড়া, ১১ মার্চ বুধবার গাইবান্ধা: এতে অংশ নেবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মণি এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কার্যনির্বাহী সংসদের সদস্য এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, জাসদের যগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, রেজাউল করিম তানসেন এমপি, গণ-আজাদী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস. কে শিকদার, ন্যাপের সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বাসদের আহবায়ক রেজাউর রশীদ খান, আবুল কালাম আজাদ বাবুল, অ্যাড. মতিউর রহমান, মমদেল হোসেন সরকার, সোহরাওয়ার্দী খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা প্রমুখ। এ টিমের সমন্বয়ক : সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
২ নম্বর টিম: ৯ মার্চ সোমবার গাজীপুর, ১০ মার্চ মঙ্গলবার, মানিকগঞ্জ, ১১ মার্চ বুধবার মুন্সিগঞ্জ: এতে অংশ নেবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম এমপি, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি, স্বাস্ব্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সংসদের সদস্য সিমিন হোসেন রিমি এমপি, আখতারুজ্জামান, মির্জা আজম এমপি, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, করিম শিকদার, গণ-আজাদী লীগের সহ-সভাপতি সহিদুর রহমান, ন্যাপের আব্দুর রশিদ সরকার, শফিক আহমেদ খান, গণতান্ত্রিক মজদুর পার্টির জাকির হোসেন, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান বাবু, ডা. অধ্যাপক শহিদুল্লাহ শিকদার, জেপির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী, বাসদের আব্দুস সামাদ আজাদ, সাম্যবাদী দলের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট এম. এ গণি, কমিউনিস্ট কেন্দ্রের অসীত বরণ রায়, বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম-মহাসচিব সৈয়দ মোতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানী প্রমুখ। এ টিমের সমন্বয়ক : সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
৩ নম্বর টিম : ৯ মার্চ সোমবার চট্টগ্রাম, ১০ মার্চ মঙ্গলবার নোয়াখালী, ১১ মার্চ বুধবার ফেনী: এতে অংশ নেবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের এমপি, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, কার্যনির্বাহী সংসদের সদস্য র. আ. ম ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, শ্রী সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান, জাসদের স্থায়ী কমিটির সদস্য ইন্দু নন্দন দত্ত, গণ-আজাদী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, ন্যাপের পার্থ চক্রবর্তী, মহাম্মদ আলী ফারুক, গণতন্ত্রী পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক অশোক ধর, প্রচার ও দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন আহমেদ সেলিম, জেপির প্রেসিডিয়াম সদস্য এ. এইচ সালাহউদ্দিন মাহমুদ, জেপির ভাইস চেয়ারম্যান হায়দার আলী চৌধুরী, বাসদের বিপ্লব বিজয় ঘোষ, কমিউনিস্ট কেন্দ্রের আনোয়ার হোসেন, ডা. দীনেশ, সাম্যবাদী দলের পলিট ব্যুরোর সদস্য কমরেড ধীরেন সিংহ, বাংলাদেশ তরিকত ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. আলী ফারুকী প্রমুখ। এ টিমের সমন্বয়ক : সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি।
৪ নম্বর টিম : ৯ মার্চ সোমবার কুষ্টিয়া, ১০ মার্চ মঙ্গলবার ঝিনাইদহ, ১১ মার্চ বুধবার যশোর: এতে অংশ নেবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কার্যনির্বাহী সংসদের সদস্য বেগম মন্নুজান সুফিয়ান এমপি, অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, একেএম এনামুল হক শামীম, এস. এম কামাল হোসেন, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য অ্যাড. মোস্তফা লুৎফুল্লা এমপি, জাসদের স্থায়ী কমিটির সদস্য মো. খালেদ, গণ-আজাদী লীগের সহ-সাধারণ সম্পাদক আতাউল্লাহ খান, ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, গণতন্ত্রী পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক আনিছুর রহমান কচি, মিজানুর রহমান খান বাবলু, জেপির ভাইস চেয়ারম্যান শরীফ সফিকুল হামিদ চন্দন, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী, বাসদের মাহবুবুর রহমান, সাম্যবাদী দলের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট বীরেন সাহা প্রমুখ। এ টিমের সমন্বয়ক : সাংগঠনিক সম্পাদক বি. এম মোজাম্মেল হক এমপি।
মোহাম্মদ নাসিমের আহ্বান: উক্ত পদযাত্রা ও জনসভা কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি সংশ্লিষ্ট জেলার আওয়ামী লীগ, স্থানীয় ১৪ দলসহ সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ০৮১৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫