ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সমর্থিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র মৈত্রীর ৬৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক হয়েছেন অর্ণব দেবনাথ।
শনিবার (০৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সদ্য বিদায়ী কমিটির সভাপতি বাপ্পাদিত্য বসু ও সাধারণ সম্পাদক তানভীর রুসমত নতুন এ কমিটির নেতা-কর্মীদের সঙ্গে সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন।
পরে সংগঠনটির তিন দিনব্যাপী কেন্দ্রীয় সম্মেলন ও পরবর্তী কর্মসূচি নিয়ে কথা বলেন তারা।
নতুন এ কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন ফারুক আহমেদ, সম্রাট মজুমদার, শফিকুজ্জামান, মুনতাহা বিনতে নূর রোমিও, মনোয়ার হোসেন, মিজানুর রহমান সোহেল, শামীল শাহারুখ তমাল, রণজিৎ কুমার রায়, নজরুল ইসলাম, ফারাবী আহসান সুজন, রিয়াদ হাসান তপু, বাঁধন, লুৎফর রহমান তারেক, বিশ্বনাৎ কয়াল।
সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন- মাসুদ মাজাহার, প্রতিক বিশ্বাস সাধন, মাহবুব আলম সরকার সুজন, শাহরিয়ার কবির রাসেল।
সাংগঠনিক সম্পাদক অতুল দাস আলো, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিৎ রায় সজল, আন্তর্জাতিক সম্পাদক আবিদ হোসেন, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক দিশারী আজিম, অর্থ সম্পাদক বিপ্লবী সরকার, সাহিত্য সাংস্কৃতি ও ক্রিড়া সম্পাদক মনির হোসেন, দপ্তর সম্পাদক নিলয় রায়, তথ্য প্রযুক্তি সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল,সমাজকল্যাণ সম্পাদক বিজু রায়, স্কুল বিষয়ক সম্পাদক সাফিউর রহমান সজিব এবং সম্মানিত সদস্যপদে রয়েছেন বিদায়ী সভাপতি বাপ্পাদিত্য বসু ও সাধারণ সম্পাদক তানভীর রুসমত।
কমিটির অন্য সদস্যরা হলেন- গোলাম রসুল রানা, মেহেদী হাসান জেসি, পিন্টু বিশ্বাস, বিভূতিভূষণ মাহাতো, স্বপন দাস, রোকোনুজ্জামান রুকন, টি এম শাহরিয়ার জিম, জিহাদ উদ্দিন সুজা, মোহাইমিনুল ইসলাম মিঠু, গোলাম সাব্বির ডেনিস, দেবাশিষ মন্ডল, আসাদুল ইসলাম আসাদ, আলমগীর হোসেন, সম্পদ রায়, সিরাজী তানভীর তামীম, রাকিন আবসার অর্ণব, হাবিবুর রহমান, শহীদুল ইসলাম সোহেল, মোসাদ্দেক সরকার তিতাস, নিতিশ চক্রবর্তী, মনিরুজ্জামান খান সোহাগ, বিশ্বজিৎ রায়, শিবলী সাদিক, জিলমুন হক তানজিত, মিন্টু দে, শাকেল সরকার, নাজমুল হাসান রবিন, সুমন আকন্দ জুয়েল, শিরোপা আজিম, পাপিয়া আফরোজ ও দেবতা হেমব্রম।
বাংলাদেশ সময়: ০৫০২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫