ঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার স্ত্রী শাহ ইশরাত আজমেরী আঁখি।
রোববার (০৮ মার্চ) রাতে বাংলানিউজকে তিনি এ উদ্বেগের কথা জানান।
তিনি বলেন, ‘আমরা এখনও বুঝে উঠতে পারছি না তাকে (তালুকদার খোকন) কারা ধরে নিয়ে গেছে। আর তাই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই মর্মে আদাবর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছি। ’
আজমেরী বলেন, ‘নিরাপত্তার অভাবে তিনি গত মাস দুয়েক বাসায় ছিলেন না। শুক্রবার রাতে ছোট দুই সন্তানকে দেখবেন বলে বাসায় আসেন। তবে শনিবার মধ্যরাতে তাকে বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়। তবে যারা নিয়ে গেছে, তারা কারা তা জানি না। ’
খোকনের স্ত্রীর দাবি, প্রথমে তার অবস্থান নিশ্চিত করা হোক। এরপর তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাকে আদালতে হাজির করতে হবে।
এদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ খোকনকে গ্রেফতারের পর তা অস্বীকার করে র্যাবের কাছে হস্তান্তর করেছে। আর এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। শনিবার (০৭ মার্চ) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বাংলাদেশ সময়: ০৫১২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫