ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার গ্রেফতারি পরোয়ানায় স্বেচ্ছাসেবক দলের মিছিল

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
খালেদার গ্রেফতারি পরোয়ানায় স্বেচ্ছাসেবক দলের মিছিল সংগৃহীত

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা জারি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।

শনিবার (০৭ মার্চ) তারা এ কর্মসূচি পালন করে।

এরমধ্যে রয়েছে- ফরিদপুর, মযমনসিংহ, হবিগঞ্জ, সিলেট, গাইবান্ধা, বগুড়া, রংপুর, চট্রগ্রাম, বান্দরবান, খুলনা, বরিশাল, রাজশাহীসহ সারাদেশ ও ঢাকার বিভিন্ন থানা।

কামরাঙ্গীর চর: কামরাঙ্গীর চর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সায়েমের নেতৃত্বে শনিবার সকাল ৯টায় কামরাঙ্গী চরে মিছিল করে স্বেচ্ছাসেবক দল।

রূপনগর ও পল্লবী: খালেদা জিয়ার ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা জারি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রূপনগর ও পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল মিছিল করে স্বপন, মোশারফ, ডা. এস এ মামুন, খোকন ও হারুনের নেতৃৃত্বে।

সবুজবাগ: এই দাবিতে সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল বের করে।

বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।