নাটোর: ২০ দলীয় জোটের ডাকা দফায় দফায় হরতাল ও টানা অবরোধের সমর্থনে নাটোরে সংক্ষিপ্ত মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
রোববার (৮ মার্চ) সকাল ৮টার দিকে শহরের আলাইপুরের ওয়াপদা কলোনি এলাকা থেকে মিছিলটি বের হয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কাছে গিয়ে শেষ হয়।
এদিকে, হরতাল ও অবরোধকে কেন্দ্র করে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫।