ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

পল্টনে গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ, আটক ২

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
পল্টনে গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ, আটক ২ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর পল্টনে জামায়াত নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে ৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ সময় তারা শিখর পরিবহনের একটি যাত্রীবাহী বাসসহ ৩টি যানবাহন ভাঙচুর করে।



এ সময় টহলরত পুলিশ সদস্যরা মিছিলে হামলা করে ২ জামায়াত কর্মীকে আটক করে।

রোববার (০৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিল থেকে তারা পরপর ৬টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। বর্তমানে  এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ মিছিলে হামলা চালিয়ে ২ জামায়াত কর্মীকে আটক করেছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

তবে তাৎক্ষণিক ভাবে হতহাতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।