মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (৭ মার্চ) মধ্যরাতে এ অগ্নিসেংযোগের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে ষোলঘর ইউনিয়ন ভূমি কার্যালয়ে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ের দরজা ও জানালার কিছু অংশ পুড়ে যায়। আগুন দেখে স্থানীয় এলাকাবাসী এগিয়ে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুবুর রহমান জানান, ভূমি কার্যালয়ে ধোয়া দেখেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলে। এ কারণে ক্ষয়ক্ষতি তেমন হয়নি। নাশকতামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫