খুলনা: কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক মন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন, এদেশ মানুষের জন্য, কোনো দানবের জন্য নয়। সব দানবকে ধ্বংস করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।
শনিবার (৭ মার্চ) রাত ৮টায় খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু পাক শাসকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন। ৭ মার্চের ওই ভাষণ বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তির ভাষণ। এ ভাষণ বাঙালি জাতির আত্মনির্ভরশিলতা এবং আত্মপ্রতিষ্ঠার ভাষণ। ওই ভাষণে তিনি বাঙালির মুক্তি ও স্বাধীনতার ঘোষণা দেন।
বঙ্গবন্ধুর ভাষণের সাথে মিলিয়ে মন্নুজান সুফিয়ান বলেন, ‘এবারের সংগ্রাম জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রাম, এবারের সংগ্রাম অর্থনৈতিক মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম জনগণের অধিকার রক্ষার সংগ্রাম। ’
মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক এমপির সভাপতিত্বে এবং মহানগর আওয়ামী লীগ নেতা মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান মিজান এমপি, জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট চিশতি সোহরাব হোসেন শিকদার, আওয়ামী লীগ নেতা শেখ হায়দার আলী, কাজী এনায়েত হোসেন, অধ্যাপক ফকির আবু হোসেন, মল্লিক আবিদ হোসেন কবীর প্রমুখ।
এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পাশাপাশি নগরীর প্রত্যেকটি ওয়ার্ড ও ইউনিট কার্যালয়ে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫