ঢাকা: সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে দায়ের করা সাত মামলার বিচার একসঙ্গে এক আদালতে অনুষ্ঠিত হবে। সবগুলো মামলাই হজ ও তাবলিগ জামায়াত সম্পর্কিত কটূক্তি করার মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা হয়েছিল।
লতিফ সিদ্দিকীর আবেদনের প্রেক্ষিতে রোববার (৮ মার্চ) ঢাকার সিএমএম বিকাশ কুমার সাহা মামলা ৭টি ঢাকার ২৮ নম্বর ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে বদলি করেন।
লতিফ সিদ্দিকী বর্তমানে অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন। এ অবস্থায় সাতটি মামলায় ধার্য তারিখে আদালতে উপস্থিত হওয়া কষ্টকর। এটি উল্লেখ করে মামলাগুলো বিভিন্ন আদালত থেকে উত্তোলন করে এক আদালতে বিচারের জন্য গত ২২ ফেব্রুয়ারি একটি বদলি মোকদ্দমা দায়ের করেন লতিফ সিদ্দিকী।
গত বৃহস্পতিবার (৫ মার্চ) ওই মোকদ্দমার শুনানির কথা ছিলো। কিন্তু বিচারক শুনানির দিন পরিবর্তন করে রোববার ধার্য করেছিলেন।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫