ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বাহাউদ্দিন বাবুল এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনকে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি।
রোববার (০৮ মার্চ) দুপুরে বনানী কার্যালয়ে জাতীয় পার্টির যৌথসভায় দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ ঘোষণা দেন।
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্বে যৌথসভায় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায়, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫
।