ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় আ’লীগের হরতাল বিরোধী মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
খুলনায় আ’লীগের হরতাল বিরোধী মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ২০ দলীয় জোটের হরতালের বিরুদ্ধে খুলনায় মিছিল করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

রোববার (০৮ মার্চ) দুপুর ১২টায় মহানগরীর রয়েল মোড় থেকে মিছিল শুরু হয়।

নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিল শেষ হয়।
 
মিছিলে নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মিজানুর রহমান মিজান এমপি।

মিছিলে উপস্থিত ছিলেন, সোনাডাঙ্গা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক হাফেজ শামীম, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য আসাদুজ্জামান রাসেল, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ কামাল প্রমুখ।

এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মার্চ ০৮,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।