ঢাকা: রাজধানীর পল্টন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে ২৪ জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
রোববার (০৮ মার্চ) দুপুর ১টা পর্যন্ত তোপখানা রোড এবং এর আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হরতালের সমর্থনে বের করা জামায়াতের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ এবং একটি যাত্রীবাহী বাসসহ ৩টি যানবাহন ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ত থাকতে পারে এমন সন্দেহে মোট ২৪ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫