জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি মোখলেছুর রহমানকে (৩৭) গ্রেফতার করেছে গোয়ান্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (৮মার্চ) দুপুরে জামালপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ ও মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে ছাত্রদলের সভাপতি মোখলেছুর রহমান পলাতক ছিলেন। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনসহ একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫